প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ২:৫১:২৩ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:
চতুর্থ বারের মতো ভোলা-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নূরুন্নবী চৌধুরী শাওন ও তার সহধর্মিণী ফারজানা চৌধুরী রতœাকে লালমোহন পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমোহন বাজারের মুক্তিযোদ্ধা এভিনিউতে এ সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে মিলিত হয়ে এমপি শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান।
পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় এমপি শাওন বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে নিরাপদ। তার নেতৃত্বে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আকতার, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়াসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।