অন্যান্য

কৃষকলীগের প্রতিটি কর্মি গ্রাম বাংলার কৃষকের পাশে আছেন-এমপি শাওন।

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২২ , ১২:৪৭:২০ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার :: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশকে এগিয়ে নিতে কৃষিতে ভূর্তকি দিচ্ছেন শেখ হাসিনা। একটি ভূমিহীন কৃষক পরিবারও ঘর বিহীন থাকবে না। এখন আর সারের জন্য কৃষক গুলি খায়না। এখন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য হলো দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। আওয়ামী কৃষকলীগের প্রতিটি কর্মি গ্রাম বাংলার কৃষকের পাশে আছেন।

বুধবার বিকালে ভোলার তজুমদ্দিনে কৃষকলীগের আয়োজনে কৃষক সমাবেশ ও ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফসহ উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন।

উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিরাজউদ্দিন পারভেজের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কৃষকলীগের ভোলা জেলা সভাপতি আল মামুন অর রসিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি  ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,শম্ভুপুর  চেয়ারম্যান  মোঃ রাসেল প্রমুখ।

আরও খবর

Sponsered content