
- চরফ্যাশন প্রতিনিধি।
ভোলয়া কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদ এবং বিচার দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার সদর রোডে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আলাউদ্দিন,
এসময় বক্তারা বলেন, গত ২১ এপ্রিল চরফ্যাশন ফাতেমা মতিন কলেজের সহকারী অধ্যাপক মো; নুরুদ্দিন স্যার এর উপর হামলা করা হয়। এতে তিনি আহত হয়েছেন সেটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, জৈষ্ঠতা লঙ্গন করে পনেরো জনকে পিছনে ফেলে প্রভাষক মহিউদ্দিনকে যে পদে বসানো হয়েছে সেটি সম্পূর্ণ অবৈধ। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুদ্দিন আইনগতভাবে চ্যালেঞ্জ করার জন্য ঢাকা হাইকোর্টে রিট করেন। এই দিন শেষে গতকাল তিনি কোর্ট থেকে বেরহলে মহিউদ্দিন তার ছেলে ভাই এবং সাঙ্গ পাঙ্গ নিয়ে এই হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আগামী সাত দিনের মধ্যে এই হামলার সুষ্ঠু বিচার চাই।
কলেজ শিক্ষক সমিতির নেতা প্রভাষক আলম শাহ বলেন নুর উদ্দিন স্যার শিক্ষকতার দীর্ঘ ৩২ বছরে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত হননি দুষ্কৃতিকারীরা তার উপর হামলা চালিয়ে তাকে আওয়ামী লীগের অপবাদ দেন তিনি আছেন সিনিয়র শিক্ষক এবং সাবেক ভারপ্রপ্ত অধ্যক্ষ, সে আইনি পদক্ষেপ নিতেই পারে এজন্য তার উপর হামলা করতে পারে না আমরা এর তীব্র নিন্দা প্রতিভা জানাই , প্রভাষক জাকির, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা হাবিব নেগাবান, মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা সাইফুদ্দীন মুইজ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মমিন,ও হারুনর রশিদ সহ অনেকে।
মানববন্ধন শেষে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির নিকট একটি স্মারকলিপি পেশ, করেন তারা দাবি করেন আগামী সাত দিনের মধ্যে এই হামলাকারির বিচার এবং সুষ্ঠু ফয়সালা দিতে হবে।