অন্যান্য

চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৪ , ২:২২:২৭ প্রিন্ট সংস্করণ

মিজান নয়ন,চরফ্যাশন অফিস।।
উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক উদযাপন কমিটির আয়োজনে চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হলে গতকাল শনিবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
চরফ্যাশন উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. খলিলুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল, অধ্যক্ষ আবদুল হক, অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আমিন, অধ্যক্ষ নিজাম উদ্দিন হুমায়ুন, শিক্ষক নেতা হুমায়ুন কবির রাজন, অধ্যাপক একে এম সালাউদ্দিন সুমন, সামসুদ্দিন টিপু মালতিয়া, মাওলানা মাহাবুবুর রহমান, নুরে আলম ভূইয়া ও মো. নাসির উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং মাদ্রাসার কয়েক শ শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষক দিবসের একটি র‌্যালি চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রজ গোপাল টাউন হলে এসে সমবেত হয়।

আরও খবর

Sponsered content