প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৩৮:৫৭ প্রিন্ট সংস্করণ
চররফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে চরফ্যাসন উপজেলার যুবদলের সাবেক নেতৃবৃন্দের সাথে ইউনিয়ন যুবদল প্রাক্তন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠি হয়েছে।
২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম সাহেবের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজীর সভাপতিত্বে উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও ভোলা জেলা আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ সভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মইন,বিএনপি নেতা রফিকুল ইসলাম আছলামী সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতন হলেও তাদের শিকর রয়েছে এখনো। তারা বিএনপির দলীয় কিছু নেতৃবৃন্দের সাথে আতাত করে দলকে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এ সময় ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন,স্বৈরাচারী আওয়ামী সরকার বিতাড়িত হওয়ার পর দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। স্বৈর শাসন আর শোষণ থেকে মুক্ত রয়েছে সাধারণ মানুষ। আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আলহাজ্ব নাজিমুদ্দিন আলম কে পুনরায় নির্বাচিত করে সংসদে পাঠিয়ে জনগণের কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। তাই ইউনিয়ন সকল নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয় দলের জন্য কাজ করে যেতে হবে। সভায় উপজেলার ২১টি ইউনিয়নের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন