প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২২ , ৪:৫৭:৫৪ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার :: ভোলার তজুমদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ও চোর ১৪টি মামলার আলোচিত আসামী নয়ন ও শিপনকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে।
থানা সুত্র জানায়,অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন থানা, ভোলার তত্ত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ মনিরুজ্জামান মুনির সংগীয় অফিসার ও ফোর্স নিয়া বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় ১৪/১২/২২ তারিখ ভোর রাত ০৫ঃ০৫ ঘটিকায় গোপন সংবাদের তজুমদ্দিন থানাধীন ০৩নং চাঁদপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ বালিয়াকান্দি সাকিনের জনৈক মোঃ জাকির হোসেন এর বাড়ীর পশ্চিম পাশে ধান শুকানো টং ঘরের মধ্য হইতে আসামী ০১। মোঃ নয়ন(২৬), পিতা-মোঃ নুরুল হক, ০২। মোঃ শিপন(৩৫), পিতা-মোঃ হেমায়েত শিকদার দ্বয়কে ৫০(পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করিয়া ধৃত নয়নের বিরুদ্ধে চুরি,নেশা প্রয়োগ করে চুরি সহ ১৪ টি মামলা এবং আসামি শিপনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন, অস্ত্র সহ ১৪ টি মামলার তথ্য পাওয়া যায়। ইহা ছাড়াও ধৃত আসামী নয়ন এর বিরুদ্ধে ০৩ টি মূলতবি ওয়ারেন্ট পাওয়া গিয়াছে। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।