প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৬:০৪:০৯ প্রিন্ট সংস্করণ
ডেক্স রিপোর্ট।। বাংলাদেশ থেকে ভারতে পাঁচারের সময় বেনাপোলের পাঁচভুলোট সীমান্তে থেকে ৮২ টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। সীমান্তের এই অভিযানে উদ্ধার হওয়া
স্বর্নের বারের ওজন প্রায় সাড়ে ৯ কেজি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৬ টায় পাঁচভূলোট সীমান্তে এসব স্বর্ণ উদ্ধার হয়।
বিজিবি জানায়, গোপন সুত্রে খবর আসে পাঁচভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ন পাঁচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। মেহেদী নামে একজন লোক মোটর সাইকেল চালিয়ে সীমান্তে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করার চেস্টা করলে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় সে। পরে মোটর সাইকেলে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশী করে সাড়ে ৯ কেজি ওজনের ৮২ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। আটক স্বর্নের মূল্য-৬ কোটি ৭৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ পিএসসি জানান, ভারতে পাঁচারের সময় পাঁচভুলোট সীমান্ত থেকে বিজিবির সদস্যরা সাড়ে ৯ কেজি ওজনের ৮২ টি স্বর্ণের বার জব্দ করেছে। তবে পাঁচারকারী মেহেদী পালিয়ে যায় ভারতে। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।