প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ৫:৩৫:৫৫ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেক্স :: ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়ন হইতে ০১(এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
ডিবিপুলিশ সুত্র জানায়, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়
বুধবার (২৩ নভেম্বর) বিকাল ১৭.১০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ কন্দকপুর নাজিউর রহমান ব্রীজের দক্ষিন পাড় গোড়ায় পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ আলী আকবর (২৮),, সাং-আশা,০৬নং ওয়ার্ড, উলানিয়া ইউপি, ০২। মোঃ মনির (৩০), ০৩। মোঃ জাকির হোসেন (২৬), ০৪। বাবলু (৩০),, সর্বসাং-পূর্ব ষাট্টি, ০৭নং ওয়ার্ড, উলানিয়া ইউপি, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশালকে ০১(এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্র্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখা ভোলা অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।