অন্যান্য

মনপুরায় সন্ত্রাস বিরোধী মামলায় ইমাম গ্রেপ্তার

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২২ , ৯:২০:১৯ প্রিন্ট সংস্করণ

মনপুরা প্রতিনিধি।। ভোলার মনপুরায় সন্ত্রাস বিরোধী মামলায় মুফতি মাইনুদ্দিন ওরফে ময়েজ (৩৫) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি— মাইনুদ্দিন পলাতক জঙ্গি নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক মাইনুদ্দিন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। তিনি মসজিদের ইমাম।

পুলিশের দাবি, ইমাম মাইনুদ্দিন গাজীপুরের জয়দেবপুর থানার সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি। এ ছাড়া ২০০৯ সালে একই থানার বিস্ফোরকদ্রব্য মামলায় তিনি জেল খেটেছেন। এ ছাড়া গ্রেফতার ওই ইমামের বিরুদ্ধে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা রয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content