অন্যান্য

মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে ভারতীয় হিন্দু পুরোহিত কর্তৃক অবমাননার প্রতিবাদে তজুমদ্দিনে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ।

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ২:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ

 

এইচ এম হাছনাইন,তজুমদ্দিন ভোলা প্রতিনিধি।।
বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মকে ভারতীয় হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ অবমাননা ও ভারতীয় বিজেপি নেতা নীতেশ নারায়ণ রানের সমর্থন ও মসজিদে প্রবেশ করে মুসলিমদের হত্যা করার হুমকি দেওয়ার প্রতিবাদে নিন্দা জানিয়ে তজুমদ্দিনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শশীগঞ্জ মধ্যবাজার চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশ ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নজিবুল্লাহ সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইন, সভাপতি রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসনাইন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার, সাধারণ সম্পাদক মকছুদ আলম,সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা এবং সংগঠনের দায়িত্বশীল, সদস্যসহ শত শত মুসলিম জনতা।

প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার বক্তাগণ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মকে নিয়ে ভারতের মুম্বাইয়ের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও মসজিদে প্রবেশ করে মুসলিমদের হত্যা করার হুমকি দেওয়া নীতেশ নারায়ণ রানের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

আরও খবর

Sponsered content